আপনি যদি একজন রবি গ্রাহক হন তাহলে আপনার রবি নাম্বার ব্লক করার নিয়ম জানা থাকতে হবে।
কেন রবি নাম্বার ব্লক করার নিয়ম জেনে রাখা জরুরি তা আপনি পোস্টটি পড়লে বুঝতে পারবেন।
শুধু রবি গ্রাহকদের ক্ষেত্রে নয় আপনার ইনকামিং কল বন্ধ করার নিয়ম টি জানা থাকলে অনেক ক্ষেত্রেই উপকার পাওয়া যায় এবং অহেতুক সময় নষ্ট কম হয়।
ধরুন আপনার নম্বর থেকে কেউ আপনাকে হয়তো বিরক্ত করতেছে কেউ কল দিয়ে। কোন দরকার ছাড়াই অপ্রয়োজনীয় কলের দ্বারা আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন। তাই কখনো যদি আপনি ইনকামিং কল বন্ধ করার নিয়মগুলো জেনে রাখা থাকে তাহলে ইনকামিং কল গুলো বন্ধ করার মাধ্যমে আপনার বিরক্তির অবসান করতে পারে।
একটা ছাড়া কর্মব্যস্ত জীবনে ব্যস্ততার মধ্যে যখন আপনার ব্যক্তিগত কোনো কাজ থাকে সে সময় আপনি চাচ্ছেন না যে আপনার নম্বরে কেউ কল করুক বা কল আসুক। কিন্তু আপনার নাম্বারটি খোলা থাকবে। যদি কেউ আপনার নাম্বারে কল দেয় তাহলে তার কলটি কোনরকম ওয়ার্নিং ছাড়াই কেটে যাবে। কলটি আপনার নাম্বারে আর আসবেনা।
অপর পক্ষের মানুষটি জানতে পারবে যে আপনার নাম্বারটি খোলাই আছে কিন্তু কোন কারণে আপনার নাম্বারে কল ঢুকতেছে না। যেহেতু আপনি একটি উসিলা দিতে পারবেন অথবা সে ভেবে নিবে যে হয়তো কোন সমস্যা হয়েছে বা আপনি কোন নেটওয়ার্কের বাইরে রয়েছেন বা আপনার মোবাইলে নেটওয়ার্ক জনিত কোন সমস্যা হয়েছে এ কারণে আপনার মোবাইলে কল ঢুকতেছে না।
আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন এটি কতটি উপকার দেয়।
তাই আজকে শুধুমাত্র রবি ইনকামিং কল বন্ধ করার নিয়ম টি আপনাদের মাঝে শেয়ার করব
ইনকামিং কল বন্ধ করার দুটি পদ্ধতি রয়েছে।
একটি হলো ব্ল্যাকলিস্ট
ব্ল্যাক লিস্টের অপশনটি এখনকার সকল মোবাইলে দেওয়া থাকে। যদি আপনি চান নির্দিষ্ট কোন নম্বর থেকে ইনকামিং কল সহ সকল ধরনের আপডেট বন্ধ করে রাখবেন তাহলে আপনি ওই নম্বরটা ব্লাকলিস্টে রেখে দিতে পারেন। সে ক্ষেত্রে আপনার মোবাইলে তো কল ঢুকবে না আপনার নাম্বার থেকে তাছাড়া মেসেজ রিসিভ হবে না।
তাই নির্দিষ্ট নম্বর ব্লক করার জন্য আপনি আপনার মোবাইলের ব্ল্যাকলিস্ট অপশন চালু করে রাখতে পারেন।
আরেকটি পদ্ধতি হলো মোবাইল অপারেটরের সাহায্য নিয়ে
রবি কল ব্লক করার নিয়ম
আমরা এখন আপনাকে যে পদ্ধতি শিখিয়ে দেবো এই পদ্ধতির মাধ্যমে আপনি সরাসরি একটি কোড ডায়াল করার মাধ্যমে সকল ইনকামিং কল বন্ধ করে দিতে পারেন। আবার একটি কোড ডায়াল করার মাধ্যমে সকল ইনকামিং কল অন করে দিতে পারেন।
গুরুত্বপূর্ণ কাজে নিজেকে ব্যস্ত রাখার জন্য রবি অপারেটর থেকে ইনকামিং কল বন্ধ করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *21*018#
রবি অপারেটর থেকে ইনকামিং কল অন করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *21#
এক্ষেত্রে একটি ব্যাপার খেয়াল রাখবেন যে আপনি যখন ইনকামিং কল বন্ধ করে রাখবেন তখন কিন্তু আপনার মোবাইলে কোন কল ঢুকবে না। সেটি যে কোন নাম্বার থেকে হতে পারে।
আশাকরি আপনি সফলভাবে রবির ইনকামিং কল বন্ধ করতে পারবেন এবং সফলভাবে ইনকামিং কল অন করতে পারবেন।
এই ফিচারটি যে কত উপকার দেয় তা বলে বোঝানো যাবে না। যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে তো কথাই নাই। এটি জেনে রাখা অত্যন্ত দরকার আপনার প্রাথমিক পদক্ষেপ হিসেবে।