পৃথিবীর ইতিমধ্যে করোনাকালীন সময়ের মধ্য দিয়ে অতিক্রম করার সময় ঘরে বসে বিভিন্ন ভিজুয়াল ব্যবস্থাগুলোর ভার্চুয়াল পরিণতি দেখেছে। এরমধ্যে বাংলাদেশের টেন মিনিটস স্কুল খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তারা ইতিমধ্যে বিভিন্ন ক্লাসের বিষয়বস্তু সংযোজন করার সাথে সাথে অনেকগুলো কোর্স নিয়ে এসেছে যা ছোট বড় সকলের খুবই প্রয়োজনীয়।
এবং দেখা যায় টেন মিনিট স্কুল থেকে অনেকেই এসব কোর্সগুলো কিনে থাকেন। কিন্তু এবার দরিদ্র শিক্ষার্থীদের জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়ার শিক্ষক আনোয়ার হোসেন একটি অ্যাপস তৈরি করেছেন যার নাম হল এবিসি অ্যাপস বিডি।
আনোয়ার হোসেন তাঁর এই অ্যাপস সম্পর্কে খুবই আশাবাদী। তিনি ইতিমধ্যে নিয়মিত উচ্চ-মাধ্যমিকের সকল বিষয়বস্তু সম্পর্কে ভিডিও টিউটোরিয়াল যোগ করতেছেন। মাধ্যমিকের পাঠ্যবইয়ের বিভিন্ন অধ্যায় ভিত্তিক ভিডিও গুলো তিনি নিয়মিত আপলোড করে যাচ্ছেন এবং এ সকল ভিডিও গুলো এরকম করে আপলোড করা হচ্ছে যেন একজন শিক্ষার্থী কারো সাহায্য ছাড়াই শুধুমাত্র অ্যাপস থেকে ভিডিওগুলো দেখে মাধ্যমিকের সম্পূর্ণ পড়াগুলো নিজ থেকে আয়ত্ত করতে পারে।
অ্যাপস টির মধ্যে কোন পেমেন্ট সিস্টেম রাখা হয়েছে কি না তা দেখা যায়নি। কিন্তু বলা হচ্ছে যে দরিদ্র শিক্ষার্থীদের জন্য মূলত এই অ্যাপসটি তৈরি করা হচ্ছে। তারা খুব কম খরচেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পার্টগুলো আয়ত্ত করতে পারে যেমন করে তারা প্রাইভেট পড়ে আয়ত্ত করতে।
তিনি বলেন যেহেতু গ্রাম অঞ্চলে বিভিন্ন বিষয়ের জন্য ভালো শিক্ষক পাওয়া যায় না তাই এবিসি অ্যাপস বিডি ঐ সকল শিক্ষকের চাহিদা পূরণে সহায়তা করবে।
অ্যাপসটির অন্যতম গুণের মধ্যে একটি হল এসটি প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীরা খুব সহজেই উপকৃত হতে পারবে আর তাছাড়া অ্যাপসটিতে অফলাইনে ডাউনলোড করে রেখে দেওয়ার সুযোগ রয়েছে।
জয়ন্ত মোট দশটি বিষয়ের ক্লাস রয়েছে অ্যাপসটিতে তবে নিয়মিত বিভিন্ন বিষয়ের ভিডিও লেকচারগুলো আপলোড করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মোট 105 ধরনের বিষয় ভিত্তিক পাঠদান করা হবে এই অ্যাপস এর মাধ্যমে।
তবে গুগল প্লে স্টোরে আপাতত এই অ্যাপসটি পাওয়া যায়নি। খুব শীঘ্রই অ্যাপসটি গুগল প্লে স্টোর এর মাধ্যমে সকল শিক্ষার্থীদের বিনামূল্যে ডাউনলোড করার সুবিধা দেয়া হবে।