জিপিতে ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে আপনাকে *১২১*১*৩# ডায়াল করতে হবে। আপনি সর্বোচ্চ ২০০ টাকা পূর্যন্ত ইমারজেন্সি ব্যালেন্স লোন নিতে পারবেন।
হঠাৎ করে কথা বলার মাঝখানে আপনার কলটি ডিসকানেক্ট হয়ে গেলো। আবার কল করতে চেষ্টা করলে বুঝতে পারলেন আপনার ব্যালেন্স নাই। আপনি এমন এক জায়গায় রয়েছেন যে সেখানে টাকা রিচার্জ করার কোন সুবিধাই নাই। এই মূহুর্তে আপনার কি করার আছে কথা বলার জন্য?
এক্ষেত্রে আপনার কাছে একটাই অপশন আছে – কিছু পরিমান ইমারজেন্সি লোন নিয়ে কোন পরিচিত জনকে ব্যালেন্স রিচার্জ করার জন্য অনুরোধ করা।
জিপির সকল গ্রাহকরা সর্বনিম্ন ইমারজেন্সি ব্যালেন্স পাবেন ১১ টাকা।
তবে আপনার জন্য ঠিক এই মূহুর্তে কত ইমারজেন্সি ব্যালেন্স বরাদ্দ রয়েছে তা জানার জন্য ডায়াল করতে হবে *১২১*১০১০*২#
ইমারজেন্সি ব্যালেন্স জিপি কোথায় কোথায় ব্যবহার করতে হবে
- ইমারজেন্সি ব্যালেন্স প্রাপ্ত গ্রাহকরা যেকোন ভয়েস কল ও যেকোন এসএমএসের কাজে ইমারজেন্সি ব্যালেন্স ব্যবহার করতে পারবেন।
- জিপি ইমার্জেন্সি ব্যালেন্স উপভোগ করতে হলে গ্রাহকের মূল অ্যাকাউন্টের মেয়াদ থাকতে হবে।