টেলিটক সিমের নাম্বার দেখার জন্য আপনাকে *৫৫১# প্রেস করতে হবে। টেলিটকের প্রিপেইড বা পোষ্টপেইড যেকোন সিমের ক্ষেত্রে এটি প্রযোজ্য।
অনান্য যেকোন অপারেটরের নাম্বার দেখার কোড সবার মুখস্ত থাকলেও টেলিটকের ক্ষেত্রে অনেকেই মনে রাখেন না। কারন এটি ভিন্ন। সিমের নাম্বার অনেক সময় মুখস্ত না থাকার কারনে আমাদের তৎক্ষনাৎ নাম্বার বের করে দেখতে হয়।
যদি নাম্বার দেখার কোড জানা থাকে তাহলে তো ভালো কিন্তু যদি না জানা থাকে তাহলে বিপদে পরতে হয়। তাই আপনারা যদি চান টেলিটক নাম্বার দেখার কোডটি আপনার মোবাইলের কন্ট্রাক্ট নাম্বার হিসেবে সেভ করে রাখতে পারেন।
টেলিটক নাম্বার সচরাচর খুব কম মানুষই ব্যবহার করে। তারপরেও এই সিমের গুরুত্ব বলে শেষ করা যাবে না। কারন টেলিটক সিম দ্বারা বাংলাদেশের বেশিরভাগ বিল পেমেন্ট করা যায়, চাকুরির অ্যাপ্লিকেশনের টাকা পে করা যায় ইত্যাদি আরো গুরুত্বপূর্ণ কাজ টেলিটক অপারেটরের সাহায্যে করা যায়। কারন এটি একটি সরকারী আওতাভুক্ত অপারেটর।