জিপি ১০ মিনিট পাচ্ছেন মাত্র ৬ টাকায়। ১০ মিনিট নিতে আপনাকে ডায়াল করতে হবে – *১২১*৪০২৪#
১০ মিনিটের এই অফারটি তাহারাই নিবেন যাহাদের ইমার্জেন্সি মিনিট প্রয়োজন। কারন আপনি যদি ১০ টাকা মোবাইল ব্যালেন্স লোড করে কথা বলেন তাহলে খুব বেশি একটি মিনিট কথা বলতে পারবেন না। তাই ১০ মিনিট নিয়ে নিতে পারেন মাত্র ৬ টাকায়।
জিপি ১০ মিনিট অফারের মেয়াদ হলো মাত্র ৬ ঘন্টা।
কি কি থাকছে ১০ মিনিটের অফারে
- বরাবরের মতই ১০ মিনিটের অফারটি ব্যবহার করা যাবে যেকোন লোকাল নাম্বারে।
- কেনার পর থেকে মোট ৬ ঘন্টা মেয়াদ থাকবে।
- মেয়াদ উত্তীর্ণ হলে অবশিষ্ট মিনিট ব্যবহারযোগ্য হবে না, কিন্তু গ্রাহক নির্দিষ্ট সময়ের মধ্যে পুনরায় অফারটি গ্রহণ করলে অবশিষ্ট মিনিট যুক্ত হবে এবং গ্রাহক সর্বোচ্চ মেয়াদ যুক্ত হবে।
একটি বিষয় খেয়াল রাখবেন –
অনেকেই বিকাশের মাধ্যমে সরাসরি ১০ মিনিটের অফারটি নিতে চান। তাদের ক্ষেত্রে বলছি বিকাশের সর্বনিম্ন রিচার্জ রেট হলো ১০ টাকা। তাই ছোট এই অফারটি নিতে হলে আপনাকে ১০ টাকা বিকাশ থেকে লোড হবে। কিন্তু চার্জ করা হবে ৬ টাকা।