১১৭ টাকায় ২০০ মিনিট অফারটি গ্রামীনফোনের খুবই জনপ্রিয় একটি অফার। কিন্তু এই জনপ্রিয় অফারটির মধ্যেও জিপি বড় হাত দিয়েছে। তাই এই মুহুর্তে জনপ্রিয় এই অফারটিতে পাচ্ছেন ১৯০ মিনিট।
তবে একটি সুবিধা আছে। তা হলো যদি মাই জিপি এপস দিয়ে এই অফারটি নেন তাহলে আপনি পাবেন ৮৮ জিপি পয়েন্টস।
১১৭ টাকায় ১৯০ মিনিট অফারটি কিভাবে নিবেন
অফার সার্ভিসটি অ্যাকটিভ করার জন্য আপনাকে ডায়াল করতে হবে *১২১*৪০০৭#
কি কি থাকছে
- থাকছে ১০ সেকেন্ড পালস।
- ১৯০ মিনিট ব্যবহার করা যাবে যেকোন লোকাল নাম্বারে।
- মেয়াদ থাকবে ১০ দিন।
মেয়াদের শেষে, গ্রাহকের ফ্রি মিনিট বাকি থাকলে তা বাদ হয়ে যাবে। যেকোনোভাবে, মেয়াদের মধ্যেই আবার মিনিট ক্রয় করলে তা যোগ হয়ে যাবে এবং মেয়াদ বৃদ্ধি পাবে।
অল্প কয়েকদিনের জন্য যদি আপনার অনেক কথা বলার প্রয়োজন পরে তাহলে ১১৭ টাকায় ১৯০ মিনিটের অফারটি নিতে পারেন।