আজকে জিপি গ্রাহকদের জন্য একটি চমৎকার অফার লিষ্ট করা হলো যার মেয়াদ ৭ দিন। অফারটি হলো ৯৯ টাকায় ১৬০ মিনিট প্যাক। মেয়াদ ৭ দিন।
যারা স্মার্টফোন ব্যবহার করেন তারা এই অফারটি নিয়ে জিপি পয়েন্টস পাওয়ার সুযোগটি গ্রহন করতে পারেন। অফারটি যদি মাই জিপি অ্যাপসের মাধ্যমে অ্যাকটিভ করেন তাহলে মোট ৭৪ পয়েন্টস পাবেন। যা দিয়ে পরবর্তিতে আবারো মিনিট, এসএমএস বা ইন্টারনেট কিনা যায়।
৭ দিনের জন্য এই ধরনের অফার কিন্তু সেরা। যদি আপনি সরাসরি মিনিট না কিনে মোবাইলের ব্যালেন্স ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে খুব কমই কথা বলতে পারতেছেন। যদি মিনিট ক্রয় করে ফেলেন তাহলে নির্দিষ্ট অতিরিক্ত সময় কথা বলার ব্যালেন্স ব্যবহার করা যায়। এই অফার মিনিট সকল প্রকার ( জিপি-যে কোন লোকাল নাম্বারে) নাম্বারে ব্যবহার করা যাবে।

৯৯ টাকায় ১৬০ মিনিট অফারটি অ্যাকটিভ করতে গ্রাহকদের *১১১*৩০০# অথবা *১২১*৪০০৬# ডায়াল করতে হবে। অফারটি বর্তমানে চলমান রয়েছে। অথবা সরাসরি ৯৯ টাকা রিচার্জে অফারটি নেয়া যাবে। যেকোন প্রিপেইড গ্রাহকরা এই অফারটি নিতে পারবেন। অথবা সরাসরি গ্রামীনফোনের অফিসিয়াল পেইজে ভিজিট করে দেখতে পারেন এই অফারটির বিস্তারিত।
৯৯ টাকায় ১৬০ মিনিট অফার লিংক (অফিসিয়াল)
১৬০ মিনিটের মোট মেয়াদ হবে ৭ দিন। এবং ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে।
আরএকটি মজার ব্যাপার হলো – অফারটির মেয়াদ শেষ হওয়ার মুহুর্তে যদি আপনি পুরো মিনিট ব্যবহার করতে না পারেন তবে তা বাতিল করা হবে। আর যদি মেয়াদ শেষ হওয়ার আগেই আবার এই প্যাকেজটি অ্যাকটিভ করেন তাহলে আপনার আগের অবশিষ্ট মিনিট যোগ করা হবে। এবং একই সাথে মোট মিনিটের আপডেট মেয়াদ যোগ করা হবে।
তাই যদি দিনের এই অফারটি পছন্দ হয়ে থাকে তাহলে এখনি লুফে নিন।