বিডি পপুলারে নিয়মিত যে সকল ব্যবসায় খুব ভালো উন্নতি করা সম্ভব সে ব্যবসা গুলি সম্পর্কে আলোচনা করা হয়। আজকের আলোচ্য বিষয় আলুর স্টক ব্যবসা।
আলুর স্টক ব্যবসা মূলত একটি পুরাতন আইডিয়া ভিত্তিক ব্যবসা আগে যেমন প্রচলিত ছিল বর্তমানেও তেমন প্রচলিত আছে এবং ভবিষ্যতেও প্রচলিত থাকবে।
আসলে নিত্যপ্রয়োজনীয় যে সকল জিনিস মানুষের একান্ত প্রয়োজনীয় ঐসকল ব্যবহারযোগ্য দ্রব্যাদির ব্যবসা যদি আপনি করেন তাহলে তার প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না। ধরুন আমাদের প্রতিদিন খাওয়া লাগবে। সে খাওয়াতে আমাদের প্রধান খাদ্য হলো ভাত। সুতরাং বিবেচনা করে দেখুন যদি আপনি চালের ব্যবসা শুরু করেন তাহলে এর প্রয়োজনীয়তা কখনো ফুরাবে না। ঠিক তেমনি আলুর ব্যবসা ও।
ভাতের সাথে প্রয়োজনীয় একটি খাদ্যের উপাদান হল তরকারি। তরকারিতে আলু ছাড়া যেন চলেই না। তাই মানুষের আলুর চাহিদা ও কিন্তু কম নয়। বরং এ ধরনের চাহিদা সারা বছরই থাকে। এক্ষেত্রে আপনি যদি আলুর স্টক ব্যবসা চালু করতে পারেন তাহলে খুবই লাভবান হওয়া যায়।
স্টক ব্যবসার ক্ষেত্রে আপনাকে প্রথমেই গোডাউন নির্বাচন করতে হবে। গোডাউন নির্বাচন করার পর আপনাকে সংগ্রহ করতে হবে আলো। এজন্য আপনি প্রান্তিক পর্যায়ের কৃষকদের থেকে আলু সংগ্রহ করবেন। এবং যে সকল সময়ে আলো সিজন যায় ঐ সকল সময়ে সংগ্রহ করতে পারলে আলুর দাম খুব কম পাওয়া যায়।
কৃষকদের থেকে সংগ্রহকৃত আলো আপনি আপনার গোডাউনে রাখবেন। তবে এক্ষেত্রে আপনার আলু রাখার নিয়মাবলী জানতে হবে। ভালো রাখার নিয়মাবলী না জানলে আপনি কিন্তু এ ধরনের ব্যবসায় লস খেতে পারেন। কারণ আলু একটি পচনশীল খাদ্যদ্রব্য।
আলু কিভাবে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করবেন তা নিয়ে আমাদের আর একটি ভাল পোস্ট রয়েছে। আপনি সেখান থেকে আলু সংরক্ষণের পদ্ধতি শিখে নিবেন।
এরপর আপনি নির্দিষ্ট সময়ের জন্য অপেক্ষা করবেন। নির্দিষ্ট সময়ে বলতে আপনাকে প্রতিনিয়ত বাজার যাচাই করে খেয়াল রাখতে হবে যে আলুর মূল্যের তারতম্য হচ্ছে কিনা। আলুর মূল্যের তারতম্য হয়ে থাকে কমপক্ষে পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই। কারণ আলোর উৎপাদনের সময় এর দাম খুবই কম থাকে এবং যখন পাঁচ থেকে ছয় মাস পর আলু উৎপাদনের সময় পার হয়ে যায় তখনি আলুর দাম হুট করেই বেড়ে যায়।
ঠিক তখনই আপনার কাজ হলো আলু গুলি গোডাউন থেকে ছেড়ে দেওয়া।
এভাবেই আপনি অল্প টাকায় কাঁচামাল সংগ্রহ করে রেখে দিয়ে নির্দিষ্ট সময় পর চাহিদা মোতাবেক বাজারে দ্রব্যাদির চাহিদার যোগান দিতে পারলে ক্রেতারাও উপকৃত হলো আবার আপনিও লাভবান হলেন। তবে কখনো অনিয়ম করার চেষ্টা করবেন না।
কারণ আপনি যখন কোনো একটি দ্রব্যের বিপুল পরিমাণ সংরক্ষণ করে ওই দ্রব্যটির একটি ক্রাইসিস তৈরি করে বাজার উত্তেজিত করে ফেললেন সেক্ষেত্রে দ্রব্যটির দাম আকাশ পাতাল পার্থক্য হয়ে গেল। এ ধরনের অনিয়ম করা কখনই ঠিক নয় এটি একটি অপরাধের সমতুল্য।