পৃথিবীতে মোট দুই ধরনের গতি রয়েছে।
- বার্ষিক গতি।
চলুন আহ্নিক গতি ও বার্ষিক গতির সম্পর্কে কিছু জানার চেষ্টা করি
আহ্নিক গতি মূলত একটি ঘূর্ণন গতি। আমরা তো সকলেই ঘূর্ণন গতি কি তা জানি। কোন বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি কোনো বস্তু ঘুরতে থাকে তখন বস্তুটির গতিকে ঘূর্ণন গতি বলা হয়।
উদাহরণ হিসেবে আমি ফ্যান এর কথা বলতে পারি। ফ্যান যেভাবে ঘুরছে ঘূর্ণন গতি এর একটি জ্বলন্ত উদাহরণ।
এবার আসা যাক কিভাবে ঘূর্ণন গতি আহ্নিক গতি একই হয়
পৃথিবী সূর্যের চারপাশে উপবৃত্তাকার পথে ঘোরে। আর এই উপবৃত্তাকার পথে ঘোরার সময় যে ঘূর্ণন গতি প্রদর্শন করে পৃথিবীর ক্ষেত্রে এই গতিকে বলা হয়ে থাকে আহ্নিক গতি। আমরা আগেই জানি যে আহ্নিক গতির কারণে পৃথিবীতে দিন এবং রাত হয়।
চলুন এবার বার্ষিক গতি সম্পর্কে জানার চেষ্টা করি
সূর্যকে ফোকাস রেখে পৃথিবীর উপবৃত্তাকার পথে ঘোরার জন্য একটি গতি প্রয়োজন হয়। আর এ গতিকে আমরা বার্ষিক গতি বলে চিনি। বার্ষিক গতির জন্য ঋতুর পরিবর্তন ঘটে থাকে।
তাহলে এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন পৃথিবীতে দুই ধরনের গতি রয়েছে এবং এই দুই ধরনের গতির সম্পর্কে জানতে পেরেছেন।