সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই পোস্টের মাধ্যমে তোমরা আহ্নিক গতি সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে পারব এবং জানতে পারবো।
তাহলে চলো শুরু করা যাক কোন কথা না বাড়িয়ে।
প্রথমেই জেনে নেয়া দরকার যে আহ্নিক গতির আসলে কি।
আহ্নিক গতি হল পৃথিবীর নিজ অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করাকে বুঝায়।
এবার আহ্নিক গতি সম্পর্কে পাঁচটি বাক্য নিচে দেয়া হল।
- পৃথিবীর আহ্নিক গতি একেক জায়গায় একেক রকম হয়ে থাকে।
- আহ্নিক গতির কারণে পৃথিবীর বেশিরভাগ জায়গায় পর্যায়ক্রমে দিন ও রাত হয়।
- আহ্নিক গতির ফলে পৃথিবীর যে অংশ সূর্যের সামনে থাকে সে অংশ আলোকিতো বা দিন হয় এবং অন্য অংশ অন্ধকার থাকে বা রাত হয়।
- আহ্নিক গতির কারণে পৃথিবীতে যে ২৪ ঘন্টার একটি পরিবর্তন ঘটে তাকে সৌর দিন বলা হয়।
- পৃথিবীপৃষ্ঠ পুরোপুরি গোল না হওয়ায় এর সব স্থানের আবর্তন বেগ সমান নয়।
আশা করি বন্ধুরা তোমরা আহ্নিক গতি সম্পর্কে পাঁচটি বাক্য জানতে পেরেছো।