চাঁদকে পৃথিবীর একমাত্র উপগ্রহ বলা হবে না কেন? এর কারণ তো আপনি নিশ্চয়ই জানবেন। কারণ চাঁদ ছাড়া পৃথিবীতে আর কোন উপগ্রহ নাই। আর এজন্যই চাঁদকে পৃথিবীর একমাত্র উপগ্রহ বলা হয়।
চাঁদ হলো পৃথিবীর একমাত্র উপগ্রহ যা পৃথিবীতে রাতের আকাশের অনেকটা শোভা বৃদ্ধি করে থাকে। নিজে থেকে একটু চিন্তা করে দেখুন যদি চাঁদ না থাকতো তাহলে পৃথিবীতে কি হতো?
চাঁদ না না থাকলে এই পৃথিবী এবং পৃথিবীর সকল ধরনের জীব এবং বস্তুগুলো বিপদের মুখে পড়ত, এমনকি এদের অস্তিত্ব না থাকার কারণও কিন্তু হত চাঁদ। পৃথিবীতে পৃথিবীর আকাশ পুরো ঘুটঘটে অন্ধকার হয়ে থাকতো। যেমনটা আমরা লক্ষ্য করি আমাবস্যা রাতে। তাছাড়া জোয়ার ভাটা হত না আবার কখনো পূর্নিমা হত না।
একই সাথে আমরা কতগুলো সমস্যার মুখোমুখি হতাম তা নিশ্চয়ই ধরতে পেরেছেন। আমরা চন্দ্র মাসের ধারণাও কখনো পেতাম না আবার হয়তো আমাদের অস্তিত্ব থাকত না এই পৃথিবীতে।