মাওলানা তারিক জামিল কে এবং তার কর্মজীবন সম্পর্কে জানুন।
আপনি যদি নিয়মিত ওয়াজ বা ইসলামিক বয়ান শুনে থাকেন তাহলে মাওলানা তারিক জামিল কে আপনাকে নতুন করে চিনিয়ে দিতে হবে না। আপনি ইতিমধ্যে তার বয়ান গুলো ইউটিউবে শুনে থাকবেন। না শুনে থাকলে সমস্যা নাই আমি এখানে তার গুরুত্বপূর্ণ কিছু বয়ানের ভিডিও দিয়ে দিব।
মাওলানা তারিক জামিল জন্মগ্রহণ করেন পাকিস্তানের পাঞ্জাব শহরের তুলাম্বা গ্রামে। তিনি ১ই অক্টোবর ১৯৫৩ সালে জন্মগ্রহণ করেছিলেন। তার বেড়ে উঠা ছিল একদম সাধারন মানুষের মতোই। কিন্তু হঠাৎ করে তিনি ইসলামিক শিক্ষায় নিজেকে নিয়োজিত করলেন। অন্যান্য সাধারণ ছেলে মেয়ের মতোই তার ইচ্ছা ছিল যে তিনি ডাক্তার হবেন। এবং সে অনুযায়ী তিনি ডাক্তারি পড়াশোনাও করছিলেন।
তারপর ১৯৭১ সালে তাবলীগ জামাতে তিনি চার মাস সময় লাগান। আর এখানেই তিনি তার জীবনের গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়ে নেন। চার মাস সময় লাগানোর পর তিনি ইসলাম নিয়ে গবেষণা শুরু করে দেন। তারপর এই তাবলীগ জামাত দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি ডাক্তারি পড়াশোনা ছেড়ে নিজেকে পুরোপুরি ইসলাম শিক্ষায় নিয়োজিত করে ফেললেন।
তারপর ইসলাম প্রচারক হিসেবে তার জীবন যাত্রা শুরু হয়। এবং বলা চলে একজন ইসলাম প্রচারক হিসেবে তার সাবলীল বক্তৃতা পুরো মুসলিম বিশ্বে খ্যাতি এনে দিয়েছে। সকল স্তরের মানুষকে তিনি তার বক্তৃতা দ্বারা প্রভাবিত করে ফেলতে পারতেন। যেমন মন্ত্রী, অভিনেতা, খেলোয়াড়, ব্যবসায়ী, চাকুরীজীবী যে কোন স্তরের মানুষকে তিনি প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন।
ধর্ম প্রচারের পাশাপাশি সময়ে তিনি নিজেকে সমাজ সেবা এবং শিক্ষা সেবায় নিয়োজিত করেন। তাছাড়া তিনি একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন যার নাম হল মাওলানা তারিক জামিল ফাউন্ডেশন। এবং জামিয়া আল হোসাইনিয়া মাদ্রাসা এবং মিম একাডেমির স্বত্বাধিকারী তিনি।
এবং জেনে অবাক হবেন যে তিনি একটি কাপড়ের নিজস্ব ব্যান্ড প্রতিষ্ঠা করেন। এবং সেটি করেন ২০২১ সালের মার্চ মাসে। এই ব্যান্ড এর নাম হলো এমটিজে।
MTJ
তার প্রারম্ভিক জীবন পুরষ্কার ও রয়েছে। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ৫০০ জন মুসলিমের একটি তালিকা তিনি সব সময় শীর্ষ ৫০ জনের অন্তর্ভুক্ত থাকেন।