সুরক্ষা অ্যাপে সাইবার হামলা। বাংলাদেশের মানুষ জন যেনো করোনা ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে না পারেন এজন্য একটি মহল সুরক্ষা অ্যাপে সাইবার হামলা চালানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এজন্য অনেকেই খেয়াল করে দেখবেন যে, দু এক দিন পর পরই সুরক্ষা অ্যাপটি ডাউন হয়ে যায়। সেখান থেকে কোন রকমের রেজিস্ট্রেশন করা যায় না। আবার রেজিস্ট্রেশন করা গেলেও তা অনেক সময় ধরে প্রসেসিং হচ্ছে এবং সম্পূর্ণ কার্যক্রমটি সফলভাবে করা যাচ্ছে না।



তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেছেন, সুরক্ষা যেন বন্ধ হয়ে যায় এজন্য বাহির থেকে সাইবার হামলা চালানো হচ্ছে। গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে যে, বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের সহ সকল ধরনের মানুষজন করোনা ভ্যাকসিন নিবন্ধনের জন্য তাড়াহুড়ো শুরু করছে।