আজকে মাওলানা তারিক জামিল এর একটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ন উপদেশ আপনাদের মাঝে শেয়ার করলাম।
অন্যের থেকে নিজেকে আলাদা ভাবে তৈরি করতে আপনাকে কিছু উপদেশ এবং আদেশ পালন করা জরুরী। এসমস্ত উপদেশ সমূহ নিয়মিত বাস্তব জীবনে অবলম্বন করার মাধ্যমে জীবনকে পরিবর্তন করা সম্ভব যদি আপনি তা আসলেই চান।
কেউ গালি দিয়েছে, চুপ থাকো
কেউ কষ্ট দিয়েছে, ধৈর্যধারণ করো
কেউ ধোকা দিয়েছে, চুপ করে সহ্য করো
আল্লাহর কসম, এমন শক্তি পরিণত হবে যে পাহাড়ও রাস্তা ছেড়ে দিবে।
মাওলানা তারিক জামিল