মাথা ব্যথার ওষুধ এর জন্য সর্বপ্রথম মাথাব্যথার কারণ চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী ট্রিটমেন্ট নিতে হবে। মাথাব্যথা জটিল একটি সমস্যা। এর সঠিক কারণ আইডেন্টিফাই না করে ওষুধ দিলে ফলাফল ভালো নাও হতে পারে।
আপনার কি ধরনের মাথা ব্যথা তা প্রথমে যাচাই করে নিন।
আপনার মাথা ব্যাথা হতে পারে অন্যান্য মেডিসিন ইফেক্ট এর কারনে।
চোখে কোন সমস্যা থাকলে মাথা ব্যথা করে। আপনে ডাক্তারের পরামর্শ নিয়ে চোখের চিকিৎসা নিতে পারেন বা ০.২৫ সানগ্লাস ব্যবহার করতে পারেন কিছুদিন ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে।
মাইগ্রেনের ব্যথা এছাড়াও ডিপ্রেসন এর কারনেও আপনার মাথা ব্যথা হতে পারে।
তবে আপনি আপাতত প্যারাসিটামল জাতীয় মেডিসিন নেন যেমন নাপা, নাপা এক্সট্রা এসব মেডিসিন নেন। আসা করি মাথা ব্যথা কমে যাবে। চিকিৎসকের পরামর্শ ব্যতীত অন্য কোন মেডিসিন নিজে থেকে নিবেন না। আপনি আপাতত নাপা, নাপা এক্সট্রা মেডিসিন নেন। ব্যথা না কমলে চিকিৎসকের কাছে যাবেন। আর সম্ভব হলে আপনি মাথা ধুয়ে নিবেন ও মাথায় নবরত্বন তেল দিয়ে মালিস করে নিবেন। আশা করি এতেও ব্যথা কমে যাবে।