দুর্দান্ত অভিনয়ের সাথে বাংলাদেশের প্রায় সকল পপুলার ইউটিউবারদের একসাথে নিয়ে আসা হয়েছে ওয়েব ফিল্ম ইউটিউমারে। বাংলাদেশের তৈরিকৃত নাটক, টিভি সিরিজ অথবা সিনামা গুলোতে অনেক কিছুর ঘাটতি থেকে যায়। সেগুলো দেখার পর মনে হয় আরেকটু অন্য রকম হলে আরো জোস হতো। কিছু একটা কমতি কমতি মনে হয়।
সেক্ষেত্রে ইউটিউমার দেখার পর আপনার এরকম কিছু মনে হওয়ার সম্ভাবনা কম। কারন এখানে রয়েছে পিওর কমেডির স্বাধ। সেই সাথে রয়েছে পলাশ ভাই। যদিও এটি ওয়েব ফিল্ম। আবার ওয়েব ফিল্মের কথা মনে পরলে আমাদের অনেকেই ধারনা করে নেয় ডার্ক থ্রিলারের মত কিছু একটা হবে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা পুরাই ওল্টা, এবং ডার্ক কমেডি।
আমি সিউর পুরো ফিল্মটা দেখে আপনি প্রচুর হাসবেন। সেই সাথে পলাশ, প্রীতমের দুর্দান্ত অভিনয় আপনাকে ওয়েব ফিল্মের আলাদা একটা স্বাধ দিবে।
এবার আসি মূল গল্পে
প্রত্যেকটি ফিল্ম বা সিরিজ বা নাটক যাই বলেন, আপনার জন্য শিক্ষনীয় কিছু না কিছু মেসেজ থাকে। ইউটিউমারে ও কমেডির ছলে আমাদের জন্য ছিলো কিছু গুরুত্বপূর্ণ মেসেজ। আসলে আমরা তরুণরা বেশির ভাগই অন্যের কাজ এবং সফলতা দেখে অনুপ্রানিত হয়।
নিজে থেকে কিছু করার কথা বাদ দিয়ে ওরা যেভাবে করতেছে সেভাবে করার জন্য তৈরি হয়ে যাই। দেখা যাচ্ছে এখনকার বেশিরভাগ তরুণ ইউটিউবার হতে চায়। আর এই টিভি ফিল্ম আমাদেরকে ভাবতে শিখিয়েছে সব ইউটিউবারই কি আমাদের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক।
সারাদিন মোবাইলে ইউটিউবে এটা ওটা করতে করতে দিন পার হয়ে যায়। তবে এটা ওটা করে আপনি কতটা শিখছেন, তাই হলো আসল ব্যাপার। আর যদি এখানেই আপনি কোন গলদ ইউটিউমারের খপ্পরে পরে যান তাহলেতো আপনার এটা ওটা করতে করতেই দিন পার হবে বলে মনে হচ্ছে।
আর তাই ইউটিউবারের নামে তৈরি হওয়া ইউটিউবার রূপী কিছু ইউটিউমারদের ধারনা দেয়া হয়েছে, যা ধংস করছে তরুণ সমাজকে। খ্যাতির বিড়ম্বনা, সামাজিক অবক্ষয়, বুঝ হবার আগেই ফেমাস হতে চাওয়ার মতো বিষয়গুলো সম্পর্কে বুঝতে পারবেন।
ইউটিউমার এর নির্মাতা
আদনান আল রাজীব