২০২১ সাল মোটামুটি ভিন্ন এবং একটি চ্যালেঞ্জিং অর্থবছর হিসেবে ধরা যায়। কারণ করণা মহামারীর ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি এই আধুনিক বিশ্ব। আর এ কারণে অনেককেই আর্থিক দিক দিয়ে অনেক সমস্যা সম্মুখীন হতে দেখা যাচ্ছে। মাইক্রোসফ্ট এবার এই বোনাসটি অতি মারি বোনাস হিসেবে ঘোষণা করেছে যার পরিমাণ প্রায় দেড় হাজার ডলার।
মাইক্রোসফট-এর একটি বার্তায় এককালীন বোনাস টি ভিন্ন এবং চ্যালেঞ্জিং অর্থবছর শেষ করার স্বীকৃতিস্বরূপ উল্লেখ করেছে।
তারা গতকাল বৃহস্পতিবার কর্মীদের বোনাসের ঘোষণা দেন।
কারা পাবেন এই বোনাস
যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সকল প্রান্তের যোগ্য কর্মীরা এই বোনাস এর আওতাভুক্ত হবেন। এখানে যোগ্য বলতে আবার কি বোঝানো হচ্ছে। তাহলে কি সকল কর্মী এবং এছাড়াও যুক্ত হবেন না? আসলে যোগ্য বলতে গত ৩১ মার্চের আগে যারা মাইক্রোসফটে যোগ দিয়েছে তাদের কথা বোঝানো হয়েছে।
তাছাড়া যারা খন্ডকালীন এবং পার্ট-টাইম ঘন্টা অনুযায়ী চুক্তিভিত্তিক কাজ করেন তারাও এই বোনাস পাবেন। তবে ভাইস প্রেসিডেন্ট বা তার বড় উপরের পদের কর্মকর্তাদের জন্য এই বোনাস টি প্রযোজ্য নয়।
দ্য ভার্জের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে সারা বিশ্বের আনাচে-কানাচে এর প্রায় ১ লাখ ৭৫ হাজার ৫০৮ জন কর্মী মাইক্রোসফটে কাজ করেন। এসব কর্মী মাইক্রোসফটে সকল সেক্টরে কাজ করেন যেমন লিংকডইন গিটহাব জেনি ম্যাক্স। কিন্তু এ সকল প্রতিষ্ঠান কর্মীরা এই বোনাস এর আওতায় পড়বেন না বলে উল্লেখ করা হয়েছে।
এবং হিসাব করে দেখা গেছে কর্মীদের জন্য মাইক্রোসফট এর এই উপহার প্রায় ২০ কোটি ডলারের সমমূল্য যা প্রতিষ্ঠান দুইদিনের মুনাফা অর্জনের চেয়েও কম।
ফেসবুক সহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অতি মারি বোনাস ঘোষণা করেছে।