জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম মাধ্যম ইউটিউব চলতি বছরের প্রথম দিকে একটি ব্লগ পোস্টের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রতিশ্রুতি দেয়। বিষয়টি হলো ইউটিউব টিভিতে 4k স্ট্রিমিং 4k প্লাস নামক ফিচারটি সমর্থন করত না। প্রায় চার বছরেরও বেশি সময় অপেক্ষা করার পর ইউটিউব টিভিতে 4k প্লাস নামের এই অ্যাডন যুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে গ্রাহকদের।
ইউটিউব তার প্রতিশ্রুতি রেখেছে। এই সোমবার থেকে ইউটিউব টিভিতে 4k প্লাস নামের একটি নতুন অ্যাডন যুক্ত করার সুযোগ দেয়া হচ্ছে যা গ্রাহকদের ফোরকে স্ট্রিমিং চালু করার সুযোগ দিবে।
কোন ফিচার আপনার ডিভাইসে সমর্থন করাতে হলে অবশ্যই ওই ফিচারটির সমর্থনযোগ্য ডিভাইস দরকার হয়। এ ক্ষেত্রেও তাই টেলিভিশন এবং স্ট্রিমিং ডিভাইস অবশ্যই 4k স্ট্রিমিং সমর্থন যোগ্য হতে হবে। তাছাড়া এই অ্যাডন টির সুবিধা হল ডিভিআর থেকে ফোন অথবা ট্যাবলেটের সরাসরি রেকর্ডিং ডাউনলোডের সুযোগ রয়েছে।
এই ফিচারটি ব্যবহার করতে হলে আপনাকে প্রতিমাসে বাড়তি ১৯.৯৯ ডলার খরচ করতে হবে। কারণ ফিচারটি ভ্রমণকারীদের জন্য দুর্দান্ত একটি ফিচার হতে চলেছে। আগে বেসিক ইউটিউব টিভি প্যাকেজ এর সাথে একসঙ্গে তিনটি আলাদা ডিভাইসের স্ট্রিমিং করার সুবিধা থাকতো। তবে এখন 4k প্লাস অনির্দিষ্ট সংখ্যক ডিভাইসে স্ট্রিমিং করার সুবিধা দিবে।