বর্তমান যুগে বর্তমান পরিবেশে আমরা যেন আরও আধুনিক এবং আরো স্বাধীনতা পেতে চাই। যেন খাবারটি সরাসরি আপনার মুখের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়া হয়। আবার অনেকে তো চায় খাবার প্রক্রিয়াটি অটোমেটিক হজম হয়ে যাওয়ার জন্য।
আমাদের চাওয়ার কোন শেষ নেই তাই প্রযুক্তি ও দিনদিন উন্নত থেকে উন্নত হচ্ছে। আমরা ইতিমধ্যে চালকবিহীন গাড়ির প্রযুক্তি দেখেছি। ইলন মাস্কের টেসলা কোম্পানির গাড়ি গুলো চালকবিহীন গাড়ি প্রযুক্তিতে অনেকটাই উন্নত রূপ ধারণ করেছে। রাস্তা দিয়ে চলার ক্ষেত্রে খুব বেশি একটা দুর্ঘটনা ঘটে না হয় সব গাড়িগুলো ব্যবহার করার মাধ্যমে। তবে এবার হুয়াওয়ে ২০২৫ সালের মধ্যে চেষ্টা করছে তাদের নিজস্ব চালকবিহীন গাড়ি নিয়ে আসার জন্য। আসলে তারা চায় সত্তিকারের চালকবিহীন গাড়ি নিয়ে আসতে।
যেখানে কোন ভুল ত্রুটির অবকাশ থাকবে না। তবে এটা বলা বাহুল্য নয় যে সত্যি কারের কোন ভুলত্রুটি অবকাশ বিবেচনায়। যেখানে মানুষ মাত্রই ভুল সেখানে প্রযুক্তির ভুল বাস্তবসম্মতভাবে রাস্তাঘাটে হতেই পারে। তবে শুদ্ধিকরণ করার মাধ্যমে সেটা অনেকটাই কমিয়ে আনা সম্ভব প্রযুক্তির সম্ভাবনার দুয়ার খোলার জন্য।
আমরা তো এসব প্রযুক্তির কথা কত ৩০ বছরের আগে কখনো চিন্তাও করিনি। আর সেটাই এখন হচ্ছে। প্রযুক্তির মাধ্যমে মানবজগৎ আরো বহুদূর এগিয়ে যাবে এবং যাচ্ছে। তাই প্রযুক্তিনির্ভর খবরগুলোর সাথে সবসময় কানেক্টেড থাকুন। জনপ্রিয় সব প্রযুক্তির জনপ্রিয় খবর গুলো আপনাদের মাঝে বিডি পপুলার নিয়ে হাজির হয়।