আপনি যদি একজন আইফোন ব্যবহারকারী হন তাহলে নিশ্চয়ই খেয়াল করে থাকবেন আপনার আইফোনের চার্জিং ক্যাবলটি খুব সহজেই চট করে ভেঙ্গে যাচ্ছে।
শুধু আইফোন না আইপ্যাড, আইপড ও মেক বুকের চার্জিং ক্যাবল এর গঠন ও খুব একটা টেকসই হয় না। তার কারণ খুঁজতে অনেকেই বিভিন্ন ওয়েবসাইটে গুঁতোগুঁতি করেন। কিন্তু প্রকৃত এবং সম্ভাব্য কারণটা হয়তো খুঁজে পান না। আসলে ব্যাপারটি কিন্তু যে শুধু এখন তাই নয়। অ্যাপলের জন্মলগ্ন থেকে এই সমস্যাটির শুরু হয়েছিল। ২০০৬ সালে বিশ্বব্যাপী অ্যাপল ব্যবহারকারীরা চার্জিং ক্যাবল ভেঙ্গে যাওয়ার কথা সবচেয়ে বেশি অভিযোগ করতে থাকেন।
আসলে দেখা যায়, কয়েকদিন ব্যবহারের পরে চার্জিং ক্যাবল অর্থাৎ আইফোনের চার্জিং ক্যাবলের তারের গোড়ার দিক থেকে চট করে ভেঙ্গে যাচ্ছে। ব্যাপারটি আসলেই খুবই দুঃখজনক। কারণ এত টাকা দিয়ে আইফোন কিনে যদি শান্তি মত ব্যবহার করা না যায় তাহলে এটি আপনাকে বিভ্রান্ত করবে।
মূলত দুইটি কারনে অকারনে সম্ভাব্য এই সমস্যাটি দেখা দিয়েছে। কারণ দুইটি আমি নিচে বিস্তারিত বলছি।
প্রথম কারণ টার মধ্যে হল অ্যাপল সব সময় তাদের নকশায় জোর দিয়েছে। যদিও অ্যাপলের তৈরি সকল পণ্যের কার্যকারিতা সবার আগে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে কিন্তু তারপরেও ডিজাইনের ক্ষেত্রে ডিজাইন বিভাগের কর্মীদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়।
চার্জিং ক্যাবল ডিজাইনের ক্ষেত্রে প্রথমত ডিজাইন টিমের কাছে হঠাৎ মনে হলো যদি চার্জিং ক্যাবল এর যে দিকটা ডিভাইসের সঙ্গে যুক্ত করা হয় সেদিকটা তুলনামূলক মোটাও খাঁজকাটা অংশটুকু ব্যবহারকারীদের কাছে বেশ দৃষ্টিকটু হয়। অনেক ব্যবহারকারী দেয়ার রিসার্চের মাধ্যমে তারা এ বিষয়টি উপলব্ধি করতে পারে। তারপর ব্যাপারটিকে দৃষ্টিনন্দন করতে তারা সেটি বদলে কিছুটা পাতলা করে দিলেন এবং আগের খাঁজকাটা অংশটার থেকে কিছু অংশ বাড়িয়ে যোগ করা হয়।
খাঁজকাটা অংশটুকু বাদ দিয়ে পরবর্তীতে সরু অংশটুকুর যোগ করা হয়। এটি করা হয়েছে ব্যবহারকারীদের হাতের চাপ সামলানোর জন্য। আসলে ব্যবহারকারীরা যখন চার্জিং ক্যাবল টাকে ডিভাইসের সঙ্গে যুক্ত করে তখন এরমধ্যে অনেকটুকু চাপ সৃষ্টি হয়। এ চাপের কারণে যাতে ডিভাইস বা চার্জিং ক্যাবল এর উপরের অংশে কোন ক্ষতি না হয় এজন্যই এই পদ্ধতিটি পরে ব্যবহার করা হয়।
তৎপরবর্তী সময়ে অ্যাপলের প্রকৌশলীরা বুঝতে পেরেছিলেন যে নতুন নকশার কেবল খুব দ্রুত নষ্ট হয় যাওয়ার সম্ভবনা রয়েছে। তবুও সেভাবেই বাজারে ছাড়া হয়। আর এর ফলশ্রুতিতে ২০০৭ সালের দিকে চার্জিং ক্যাবল ভেঙে যাওয়ার খবর ব্যবহারকারীদের কাছ থেকে শোনা যাচ্ছিল। আর এই সমস্যা এখন অব্দি রয়ে গিয়েছে।
চলুন তাহলে এবার দ্বিতীয় কারণটি বলা যাক।
আপনারা সবাই স্টিভ জবস এর নাম শুনেছেন। তিনি অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা। ওই সময় স্টিভ জবস একটি উদ্যোগ নিয়েছিলেন সেটি হল আ গ্রীনার আপল। অর্থাৎ অ্যাপলের পণ্যগুলি থেকে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য পরিবেশের জন্য ক্ষতিকর উপাদানগুলো সেখান থেকে বাদ দেওয়া শুরু হলো। আর এর মধ্যে ছিল পলিভিনাইল ক্লোরাইড। যার উপাদান পাওয়ার কেবলে স্থায়িত্ব বজায় রাখার মত পিভিসি প্লাস্টিক গুলো খুব বড় ভূমিকা পালন করেছিল। যাই হোক এই সব উপাদান বাদ দেওয়ার পর চার্জিং ক্যাবল এর যুক্ত করা হয় পাতলা আবরণ আবরণ। রাবারের আবরণযুক্ত হওয়ার পর দেখা গেল ক্যাবলটি কে খুব সহজে বানানো যায়। কিন্তু আবার খুব সহজেই ভেঙে যায়। আর এর সরাসরি ভুক্তভোগী হন ব্যবহারকারীরা।
একটা পদ্ধতি ফলো করে আপনারা এর সমাধান পেতে পারেন।
যাইহোক পরিশেষে অ্যাপল এর চার্জিং ক্যাবল এর সমস্যাটি এখনও বিদ্যমান রয়েছে। তবে এ প্রতিষ্ঠানটি এর একটি দ্রুত সমাধানের চেষ্টা করছে। ভবিষ্যতে এর থেকেও অনেক উন্নত মানের চার্জিং ক্যাবল এর আশা আমরা করতেই পারি।