১০৮ মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে স্মার্টফোন ইন্ড্রাস্ট্রির সর্বোচ্চ মেগাপিক্সেলের খেতাবসহ রিয়েলমি ৮ প্রো গত কয়েক সপ্তাহ আগেই বাজারে এসেছে। রিয়েলমি ৮ প্রো কে নতুন রূপে আবিষ্কার করতে রিয়েলমি এবার নিয়ে এসেছে প্যানটোন অনুপ্রাণিত রঙে রিয়েলমি ৮ প্রো নতুন সংস্করণ ইলুমিনাটিং ইয়েলো। এই ডিজাইন টেকনোলজি সুবিধা হল কিছুক্ষণ আলোতে রাখার পর এটি অন্ধকারে আভা ছড়াতে সক্ষম।
তরুণদের কথা বিবেচনা করে রিয়েলমি সব সময় স্টাইলিশ ডিজাইনের স্মার্টফোনে সেরা ফিচার সহ সরবরাহ করে তরুণদের মনকে নতুনভাবে উজ্জীবিত করে। তেমনি উদ্ভাবনী বিষয়ে অনুসন্ধানের জন্য তাদের মনের মাঝে একটি অনুসন্ধিত্সু মন তৈরি করে। ইলুমিনিটি ইয়েলো তাদেরকে আরো স্টাইলিশ ভাবে নিজেদের নতুন ভাবে তুলে ধরতে সক্ষম করবে বলে রিয়েলমি মনে করে।

এই ফোনটিতে অ্যান্ড্রয়েড ১১ ভার্সন ব্যবহার করা হয়েছে যা ব্যবহারকারীকে দ্রুততর মসৃণ এবং নিরাপদ অভিজ্ঞতা প্রদান করে থাকে।
স্মার্টফোনটির ওজন মাত্র ১৭৬ গ্রাম এবং ৮.১ মিলিমিটার পুরুত্বের রিয়েলমি ৮ প্রো অনেকটা স্লিম এবং হালকা। যেকোনো সাইজের হাত এই ফোনটির ডিজাইন খুব ভালোভাবে এটে যায়।
ক্যামেরা হিসেবে স্মার্টফোনটিকে রয়েছে ১০৮ মেগাপিক্সেল এর ইনফিনিট ক্লারিটি ক্যামেরা। ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ২ মেগাপিক্সেলের black-and-white পোর্ট্রেট লেন্স। এবং দুই মেগাপিক্সাল ম্যাক্রো লেন্স। এই ক্যামেরা সেটআপ বাজারের অন্য ফোন থেকে রিয়েলমি ৮ প্রো ফোনকে অনেক এগিয়ে রেখেছে। এই ক্যামেরা দিয়ে আপনি ১২০০০ * ৯০০০ এর সর্বোচ্চ রেজুলেশনের ছবি তুলতে পারবেন।
রয়েছে ৫০ ওয়াট সুপার ডার্ট চার্জার। মাত্র ১৭ মিনিটে আপনি প্রায় ৫০ ভাগ পর্যন্ত চার্জ গ্রহণ করতে সক্ষম হবেন এই চার্জার দিয়ে। তাছাড়া ৪৭ মিনিটের মধ্যে শতভাগ চার্জ হয়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
প্রসেসর হিসেবে রয়েছে শক্তিশালী স্নাপড্রাগণ ৭২০ জি প্রসেসর।
ফোনটির বর্তমান বাজার মূল্য রয়েছে ২৭ হাজার ৯৯০ টাকা।