আপনার মোবাইলের ব্যালেন্স শেষ কিন্তু কথা বন্ধ হওয়া চলবে না। ব্যাপারটা নিশ্চয়ই দুর্দান্ত এবং আপনার মনের আগ্রহ নিশ্চয়ই জানতে চাচ্ছে যে, এটা কিভাবে সম্ভব। ধরেন কথা বলতে বলতে বা ইন্টারনেট ব্রাউজিং করতে করতে আপনার মোবাইলের ব্যালেন্স হয়ে গেল। গুরুত্বপূর্ণ কাজ হলে আপনার মনে জেদ হওয়ারই কথা। ওই মুহূর্তে আপনাকে নিশ্চয়ই পাশের কোন দোকানে বা মোবাইল থেকে বিকাশ বা অন্যান্য সেবার মাধ্যমে রিচার্জ করতে হবে ম্যানুয়ালি।
এ ব্যাপারটি এতদিন ধরে হয় চললেও বিকাশ যারা ব্যবহার করেন তাদের জন্য নতুন একটি সুবিধা বিকাশ চালু করল সেটি হল স্বয়ংক্রিয় বা অটো রিচার্জ। আসলেই বিকাশ গ্রাহকদের নিয়ে অনেক ভাবে। ব্রাউজিং করতে করতে মোবাইলে ব্যালেন্স ফুরিয়ে গেলে গ্রাহকের কথা বলা বা ব্রাউজিং যেন বন্ধ হয়ে না যায় সেজন্য বিকাশের এই সুবিধার জন্য বিকাশ অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে।
গ্রাহকরা বিকাশ ব্যবহার করে যেকোনো সময় দেশের যেকোনো স্থান থেকে অন্য দেশে মোবাইল রিচার্জের এই জরুরী সেবাটি গ্রহণ করছেন। এসেবা আরও সহজ করতেই বিকাশ অটো রিচার্জ সুবিধা। যে সকল গ্রাহকরা বাংলালিংক রবি অথবা এয়ারটেল প্রিপেইড নম্বর ব্যবহার করেন এবং ওই পিন নাম্বার দিয়ে বিকাশ একাউন্ট চালু করেছেন তারাই এই মুহূর্তে সেবাটি পাবেন।
.jpg)
তাহলে চলুন জেনে নেয়া যাক, বিকাশের অটো রিচার্জ সেবাটি কিভাবে চালু করবেন।
এ সুবিধা পেতে হলে গ্রাহককে অটো রিচার্জ অপশনটি চালু করতে হবে। যে সকল গ্রাহক বিকাশের অ্যাপসটি আপডেট করেন নাই তারা প্রথমেই অ্যাপসটির নতুন ভার্সন আপডেট করে নিবেন। নতুন ভার্সনে আপডেট না করলে অটো রিচার্জের সুবিধাটি হয়তো পাবেন না। সে ক্ষেত্রে হোমস্ক্রিনে আর মোবাইল রিচার্জ আইকন থেকে মোবাইল নম্বর সিলেক্ট করে অটো রিচার্জ সেটিংস এ ট্যাগ করতে হবে। পরবর্তী ধাপে অটো রিচার্জ এর অ্যামাউন্ট ঠিক করে দিয়ে বিকাশ পিন দিলেই অটো রিচার্জ চালু হয়ে যাবে।
কিভাবে *247# ডায়াল করে অটো রিচার্জ চালু করবেন
যারা এন্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন না বা স্মার্টফোন ব্যবহার করছেন না তারা ইউএসএসডি এর মাধ্যমে ডায়াল করেও এই সুবিধাটি পেতে পারেন। তাদের ক্ষেত্রে *২৪৭# ডায়াল করে মোবাইল রিচার্জ সিলেক্ট করার পর বাংলালিংক রবি অথবা এয়ারটেল সিলেক্ট করতে হবে।পরবর্তী ধাপে অটো রিচার্জ অপশন সিলেক্ট করে এক্টিভেট অটো রিচার্জ অপশন সিলেক্ট করতে হবে। এরপর অটো রিচার্জ অ্যামাউন্ট ঠিক করে দিয়ে সর্বশেষ বিকাশের পিন নম্বর দিলেই সেবাটি চালু হয়ে যাওয়ার কথা।
এবার চলুন জানা যাক অটো রিচার্জ কখন হবে
অটো রিচার্জ চালু করার পর আপনার মোবাইলে ব্যালেন্স 10 টাকা বা তার কম হলেই নির্ধারিত মোবাইল নম্বরে নির্দিষ্ট রিচার্জ অ্যামাউন্ট স্বয়ংক্রিয়ভাবে পৌঁছে যাবে। কিন্তু ভয়ের কোন কারণ নেই গ্রাহক তার প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় অ্যামাউন্ট পরিবর্তন করার সুবিধা পাবেন।
সর্বোচ্চ কত টাকা পর্যন্ত অটো রিচার্জ করা যায়
একজন গ্রাহক শুধুমাত্র তার নিজের নাম্বারে 20 টাকা থেকে 1 হাজার টাকা পর্যন্ত অটো রিচার্জ করার সুবিধা পাবেন। যাহোক এর মোবাইলের ব্যালেন্স 10 টাকা কিংবা তার কম হওয়া মাত্রই অটো রিচার্জ চালু হয়ে যাবে। কিন্তু অবশ্য এক্ষেত্রে আপনার বিকাশ একাউন্টে ওই পরিমাণ এর বেশি ব্যালেন্স থাকতে হবে। কারণ ব্যালেন্স না থাকলে আপনি কিভাবে টাকা পাবেন।
সর্বোচ্চ কতবার অটো রিচার্জ নিতে পারবেন
একজন গ্রাহক দিনে সর্বোচ্চ তিনবার অটো রিচার্জ সুবিধা নিতে পারবেন। তবে আরও একটি বাড়তি সুবিধা পাবেন সেটি হল নির্ধারিত অটো রিচার্জ এর পরিমাণ এর সাথে যদি কোন সংশ্লিষ্ট রিচার্জ প্যাকেজ বা অন্য কোন অফার প্যাকেজ থাকে তবে সেটিও মোবাইল অপারেটর দ্বারা সক্রিয় হতে পারে।