এ কথা ভুলে গেলে চলবে না যে এক সময়ের রাজা ছিল ইন্টারনেট এক্সপ্লোরার। ৯০ এর দশকের শেষের দিকে যাহারা কম্পিউটার ব্যবহার করার সুযোগ পেয়েছেন তারা ভালো বলতে পারবেন। কারন ঐ সময়ে মাইক্রোসফ্ট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে এটিকে একদম ফ্রিতে দিয়েছিলো। কিন্তু রাজার রাজত্ব আর ক্রমেই ফুরিয়ে যাওয়ায় মাইক্রোসফ্ট তাকে শেষ বিদায় জানাবে।
আর মাইক্রোসফ্ট ঠিক এ সিদ্ধান্ত নিচ্ছে যে এই ব্রাউজারকে পুরোপুরি বন্ধ করে দেওয়ার। মাইক্রোসফ্ট জানিয়েছে যে ২০২২ সাল নাগাদ এই সার্ভিসটি বন্ধ করা হবে। এবং শেষ বারের মত ব্যবহার করতে পারবেন জুন মাস পূর্যন্ত।
প্রায় ২৫ বছর ধরে অনেক গ্রাহকের পছন্দের ব্রাউজার ছিলো এটি। আমার মনে হয় এখনো অনেকে এটি ব্যবহার করছেন। যারা তাদের অপারেটিং সিস্টেম পরিবর্তন করেন নি তারা নিশ্চয় উইন্ডোজ ৭ এর সাথে এটিকে দিব্যি ব্যবহার করে যাচ্ছেন। দেখা যায় অনেকেই বাংলাদেশের সরকারি ওয়েবসাইট গুলোতে ঢুকতে এই ব্রাউজারকে ব্যবহার করেন।
আর এখন তো আরো অনেক সুবিধা সংবলিত ব্রাউজার বাজারে আছে। দেখা যায় কালের পরিবর্তনে মাইক্রোসফ্টটের ব্রাউজারটি ক্রমেই পিছিয়ে যাচ্ছিলো। দিন দিন গ্রাহকের সংখ্যা ও কমতে থাকে। তারা কোন ভাবেই অনান্য প্রতিযোগীদের সাথে পেরে উঠতে পারছিল না। যার কারনে এক্সপ্লোরারের জনপ্রিয়তা একে বারেই কমে যায়।
তবে মাইক্রোসফ্ট কিন্ত নতুন আরেকটি ব্রাউজার নিয়ে এসেছে ইতিমধ্যে। যারা উইন্ডোজ ১০ চালাচ্ছেন তাহারা নিশ্চই এটির সাথে পরিচিত।