মাদারবোর্ড হচ্ছে হার্ডওয়ারের (মাউস, কিবোর্ড, মনিটর মাদারবোর্ড, হার্ডডিস্ক, সিপিইউ, ইউপিএস ইত্যাদি কম্পিউটারের যন্ত্রপাতি) প্রাণ। আপনি মাদারবোর্ডকে কম্পিউটারের মা’ও বলতে পারেন। কারণ মাদারবোর্ড ছাড়া কম্পিউটার তৈরি করা যাবে না।
প্রিন্টেড ইলেকট্রনিক্স কম্পনেন্ট যুক্ত সার্কিট বোর্ড হচ্ছে কম্পিউটারের মাদারবোর্ড। এটি কম্পিউটারের মূল ফাউন্ডেশন হিসেবে তৈরি করা হয়। ১৯৮১ সালে প্রথম মাদারবোর্ড তৈরি করা হয়।