সিওপিডি (COPD) হচ্ছে ফুসফুসের কিছু রোগ। এই দীর্ঘস্থায়ী ফুসফুসীয় ব্যাধির কারণে ফুসফুসের মধ্যে বায়ু চলাচল ঠিকমতো করতে পারেনা এবং শ্বাস-প্রশ্বাস নেওয়ার সময় সমস্যা দেখা দেয়।
COPD এর পূর্ণরূপ Chronic obstructive pulmonary disease (ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ)।