সাগরকন্যা পটুয়াখালীর এলাকার ভৌগলিক নাম। পটুয়াখালী বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত একটি জেলা। একে সূর্যোদয় ও সূর্যাস্তের জেলাও বলা হয়। কারণ এ জেলায় প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর কুয়াকাটা অবস্থিত। কুয়াকাটা থেকে একসাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত দৃশ্য দেখা যায়। তাই সমুদ্র সৈকত কুয়াকাটা ভ্রমণ পিপাসুদের কাছে একটি পরিচিত নাম। যার কারনে একে সাগর কন্যা বলা হয়। ৩,২২১.৩১ বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী জেলায় ৮ টি উপজেলা রয়েছে।