“সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি” গঠিত হয় ১৯৫২ সালের ৩১ জানুয়ারি। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের সময় পূর্ব বাংলার একটি রাজনৈতিক দল ছিল সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরী হলে একটি সভায় এই দল গঠন করা হয় যেখানে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। পাকিস্তান সরকার বাংলা ভাষাকে আরবি বর্ণমালায় লেখার প্রস্তাব দিয়েছিল এর তীব্র বিরোধিতা হয় এই সভায়।