শহীদ জননী নামে পরিচিত জাহানারা ইমাম ছিলেন বাংলাদেশের অন্যতম লেখিকা, কথা সাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। ১৯৭১ সালে তার জ্যেষ্ঠ পুত্র সাফী ইমাম রুমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং কয়েকটি সফল অপরেশনের পর পাকিস্তানি সেনাবাহিনীদের হাতে গ্রেফতার হন।
পরবর্তীতে পাক হানাদার বাহিনীর নির্যাতনের ফলে তিনি মৃত্যুবরণ করেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সাফী ইমাম রুমির বন্ধুরা মা জাহানারা ইমামকে সকল মুক্তিযোদ্ধাদের মা হিসেবে বরণ করে নেয়। আর এই কারণে তিনি শহীদ জননীর মর্যাদায় ভূষিত হন।