রবীন্দ্রনাথ ঠাকুর ৭মে ১৮৬১ (বাংলাসন ২৫ বৈশাখ, ১৮৬১) সালে জন্মগ্রহণ করেন এবং ৭ আগস্ট ১৯৪১ (বাংলাসন ২২ শ্রাবণ, ১৩৪৮) সালে মৃত্যুবরণ করেন। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবদ্দশায় ৫২টি কাব্যগ্রন্থ, ৩৮টি নাটক, ১৩টি উপন্যাস এবং ৩৬ টি প্রবন্ধ ও অন্যান্য গদ্য সংকলণ রচনা করেন।
রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস সমূহ
করুণা, বৌ ঠাকুরাণীর হাট, রাজর্ষি, নৌকাডুবি, চোখের বালি, প্রজাপতির নির্বন্ধ, গোরা, ঘরে বাইরে, চতুরঙ্গ, যোগাযোগ, শেষের কবিতা, মালঞ্চ, চার অধ্যায়।
রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ সমূহ
সোনার তরী, গীতাঞ্জলি, চিত্রা, বলাকা, চৈতালি, পূরবী, মহুয়া, কল্পনা, ক্ষণিকা, পুনশ্চ, পত্রপুট, সেঁজুতি এবং ভগ্নহৃদয়।