মোবাইলের স্ক্রিনকে কি কম্পিউটারের মতো করা যাবে? হ্যাঁ করা যাবে। ক্রোমে গিয়ে কোনো কিছু সার্চ করার পর যে রেজাল্ট আসবে সেটা যদি আপনি কম্পিউটারের মনিটরে যেভাবে দেখা যায় সেভাবে মোবাইলের স্ক্রিনে দেখতে চান, তাহলে দেখতে পারবেন।
ধরুন আপনি গুগলের সার্চ ইঞ্জিনি গিয়ে bdpopular লিখে সার্চ করলেন এখন আপনি বিডিপপুলার ওয়েবসাইটকে মোবাইলের স্ক্রিনে ডেক্সটপে যেমন দেখা যায় সেরকম দেখতে চান তাহলে ক্রোমের থ্রি ডটস অপশনে ক্লিক করলে নিচে ডেস্কটপ সাইট (Desktop site) একটি অপশন দেখতে পাবেন। সেই অপশনটিকে টিক দিলে ডেক্সটপ এর মত আপনার মোবাইলে শো করবে। আবার একই উপায়ে Desktop site অপশনটিকে আনটিক করে দিলে মোবাইলের স্ক্রিনের মত হয়ে যাবে।