মোবাইলের শেয়ারিট অ্যাপ কম্পিউটারের ব্যবহার করা যাবে তবে আপনাকে কম্পিউটারের জন্য শেয়ারিটের আলাদা ফাইল ডাউনলোড করতে হবে। কারণ মোবাইলের অ্যাপ এবং কম্পিউটারের অ্যাপ এর ভার্সন আলাদা হয়ে থাকে। মোবাইলের জন্য আপনাকে SHAREit apk আর কম্পিউটারের জন্য আপনাকে SHAREit exe ফাইল ডাউনলোড করতে হবে। গুগলের সার্চ ইঞ্জিনে গিয়ে SHAREit for PC Download লিখে সার্চ দিলে আপনি বিভিন্ন ওয়েবসাইট পাবেন কম্পিউটারে শেয়ারিট ডাউনলোড করার জন্য।