মানবদেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্রের নাম স্ফিগমোম্যানোমিটার (Sphygmomanometer)। এটি ১৮৮১ সালে প্রথম আবিষ্কৃত হয়। অস্ট্রিয়ান চিকিৎসক স্যামুয়েল সিগফ্রিড কার্ল রিটার ভন বাস্ক (Samuel Siegfried Karl von Basch) স্ফিগমোম্যানোমিটার আবিষ্কার করেন।
ইতালিয়ান শিশুচিকিৎসক স্কিপিয়ন রিভা-রকি ১৮৯৬ সালে স্ফিগমোম্যানো মিটারকে আরও সহজে ব্যবহারের উপযোগী করে তোলেন। এরপর ১৯০১ সালে, নিউরোসার্জন হার্ভে কুশিং এটি আধুনিক করেন। এরপর থেকেই চিকিৎসাজগতে রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠে মানবদেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্ফিগমোম্যানোমিটার।