বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন হচ্ছে সুন্দরবন। বিশ্বের কিছু উদ্ভিদ আছে যেগুলো লবণাক্ত মাটি বা পানিতে জন্মে। আবার বিশেষ কিছু উদ্ভিদ আছে যারা পানিতে জন্মে এবং কিছু উদ্ভিদ সমুদ্র উপকূলের নোনা অঞ্চলে জন্মে। আর এই সবগুলো বৈশিষ্ট্য যে উদ্ভিদে রয়েছে তাকে ম্যানগ্রোভ বলে। সুন্দরবনের উদ্ভিদ লবণাক্ত মাটিতে এবং পানিতে জন্মানোর বৈশিষ্ট্যসম্পন্ন। মূলত এই কারণে সুন্দরবনকে ম্যানগ্রোভ বন বলে। আর সুন্দরবনের মত বড় ম্যানগ্রো বন বিশ্বের আর কোথাও নেই। কয়েকটি উল্লেখযোগ্য ম্যানগ্রোভ উদ্ভিদ যেমনঃ সুন্দরী, গরান, গেঁওয়া, কেওড়া ইত্যাদি। সুন্দরবনে একশোর বেশি প্রজাতির গাছ রয়েছে। আর প্রকৃত ম্যানগ্রো উদ্ভিদ রয়েছে ২৮ টি।