মুন্সি কায়কোবাদ ২৫ শে ফেব্রুয়ারি ১৮৫৭ সালের জন্মগ্রহণ করেন এবং ২১ জুলাই ১৯৫১ সালে মৃত্যুবরণ করেন। কবি কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কোরায়শী।
কবি কায়কোবাদের রচিত কাব্যগ্রন্থ গুলো
বিরহ বিলাপ (তার প্রথম কাব্যগ্রন্থ), কুসুম কানন, অশ্রুমালা, মহাশ্মশান (একটিমহাকাব্য), শিব-মন্দির বা জীবন্ত সমাধি, অমিয় ধারা, শ্মশানভষ্ম, মহররম শরীফ (‘মহররম শরীফ’ কবির মহাকাব্যোচিত বিপুল আয়তনের একটি কাহিনী কাব্য), শ্মশান ভসন, প্রেমের বাণী, প্রেম পারিজাত।