ঢাকা শহরকে রক্ষার জন্য বাকল্যান্ড বাঁধ বুড়িগঙ্গা নদীর তীরে নির্মাণ করা হয়েছিল ১৮৬৪ সালে। ঢাকার তৎকালীন কমিশনার চান্স থমাস এই বাঁধটি নির্মাণ করেন। নদীর তীর ভাঙন ও ক্ষয় থেকে রক্ষার পাশাপাশি নদী ঘাটে যাত্রীবাহী ও মালবাহী নৌযানসমূহ চলাচল সহজ করার জন্য এই বাধঁটি নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। তৎকালীন ঢাকার সু-প্রতিষ্ঠিত এবং ধনীর শ্রেণীর লোকদের নিকট থেকে নির্মাণের জন্য তহবিল সংগ্রহ করা হয়।