বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি লুইপা। বাংলা সাহিত্যের নির্ভরযোগ্য নিদর্শন চর্যাপদে ২৩ কি ২৪ জন কবির নাম ছিল। আর চর্যাপদের ৫১ টি পরিসংখ্যা ছিল। ১নং পদের পদকর্তা হিসেবে ডঃ হরপ্রসাদ লুইপার নাম পান বলে তিনি মনে করেন আদি কবি লুইপা। তবে ডঃ মুহাম্মদ শহীদুল্লাহর মতে শবরপা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি।