নারায়ণ দেবনাথ বাংলা কমিকসের জনক। তিনি ১৯২৫ সালে ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন এবং ২০২২ সালের ১৮ জানুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন বিখ্যাত ভারতীয় বাঙালি কমিক্স শিল্পী।
নারায়ণ দেবনাথের উল্লেখযোগ্য কয়েকটি কার্টুন চরিত্র হচ্ছে- বাঁটুল দি গ্রেট, নন্টে ফন্টে, বাহাদুর বেড়াল, ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু, কৌশিক রায় প্রভৃতি। নারায়ণ দেবনাথ এ সকল বিখ্যাত কার্টুন চরিত্র তৈরি করেছেন।