বাংলাদেশ ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। ২০১৮ সালের ১২ই মে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বাংলাদেশ স্যাটেলাইটের অভিজাত ক্লাবে যুক্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টেটাসভিল শহরের পাশে আটলান্টিক উপকূলে মেরিট আইসল্যান্ড নামক একটি দ্বীপে নাসা জন এফ কেনেডি স্পেস সেন্টার অবস্থিত। আর এই স্পেস সেন্টার থেকে যুক্তরাষ্ট্রের সময় ১১ মে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়।