১৯২৭ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাত বছর বয়সে প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা শুরু করেন। এরপর ১৯৩৮ সালে গোপালগঞ্জের সপ্তম শ্রেণীতে ভর্তি হন। এরমধ্যে ১৯৩৪ থেকে ১৯৩৮ সালে জটিল রোগে আক্রান্ত হওয়ার কারণে চার বছর পড়ালেখা করতে পারেননি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪২ সালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে মেট্রিকুলেশন পাশ করেন।
১৯৪৪ সালে কলকাতার মৌলানা আজাদ কলেজ (পূর্বনাম ইসলামিয়া কলেজ) থেকে IA পাশ করেন। তারপর ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান বিষয় নিয়ে ১৯৪৭ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ভারত বিভাজনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তবে ১৯৪৯ সালে তাকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি-দাওয়ার প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের উস্কানি দেয়ার অভিযোগ ছির তার উপর।