১৯৪৯ সালের ২৩ জুন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আর ওই সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জেলে থাকা অবস্থায় যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। এর আগে ১৯৪৯ সালের ৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চতুর্থ শ্রেণীর কর্মচারীদের দাবি আদায়ের উদ্দেশ্যে ধর্মঘট ও বিক্ষোভ করলে বঙ্গবন্ধু সেটাকে সমর্থন জানান।
ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জরিমানা করেন। কিন্তু তিনি এই জরিমানা প্রদান না করে উল্টো জরিমানাকে অবৈধ ঘোষণা করেন। পরে বিশ্ববিদ্যালয় সিদ্ধান্তের প্রতিবাদে সৃষ্ট আন্দোলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।