পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান নারী বিচারপতি আয়েশা মালিক। তিনি ফ্রান্সের প্যারিস ও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের স্কুলে পড়াশোনা করেছেন। আয়েশা লাহোরে পাকিস্তান কলেজ অব ল-এ আইন বিষয়ে পড়াশোনা করেছেন। পরবর্তীতে তিনি হার্ভার্ড ল স্কুল কেমব্রিজ থেকে এলএলবি (LLB- Bachelor of Laws) পাস করেন।