মলদ্বারের ভিতরে রক্তশিরার একটি মাংসপিণ্ড ফুলে ওঠলে তখন একে পাইলস বা হেমোরয়েড বলে থাকে। সকল মানুষেরই রক্ত শিরার মাংসপিণ্ড বা কুশন রয়েছে। আর পাইলসের সমস্যা তখন বলা হয় যখন কিছু উপসর্গ দেখা দেয়। যেমন মলত্যাগের সময় রক্তপাত, মলদ্বারে চারিদিকে ফোলা, পায়ুপথে চুলকানি এবং অস্বস্তি।