খেয়াল করলে দেখবেন অনেকের নখের উপরে সাদা দাগ দেখা দেয়। এই সাদা দাগ অনেক কারণে দেখা যায় আবার এমনি এমনি চলে যায়। এই দাগকে বলা হয় মিল্ক স্পট। শরীরে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন, ক্যালসিয়াম, জিংক না থাকে তাহলে নখে সাদা দাগ দেখা দেয় বলে অনেকে মনে করেন।
কিন্তু আসল কারণ এগুলো নয়। নখে কোনো কারনে চাপ লাগলে বা আঘাত পেলে সেখানকার কোষগুলো ক্ষতিগ্রস্ত হয় ফলে নখের উপরে সাদা দাগ দেখা দেয়। আর নখ যখন বড় হতে থাকে তখন আস্তে আস্তে সাদা দাগ উপরে ওঠে এবং নখ কাটার মাধ্যমে একসময় সেই দাগ অদৃশ্য হয়ে যায়। আবার কিছু ক্ষেত্রে ফাংগাল ইনফেকশন বা জ্বরের লক্ষণ হিসেবেও নখের সাদা দাগ হয়ে থাকে। যদি আপনার আঙ্গুলের সবগুলো নখে সাদা দাগ বহুদিন ধরে সমান্তরালভাবে থাকে তাহলে বুঝতে হবে সেটা সিসা বা আর্সেনিক বিষক্রিয়ার ফলাফল। আর এ ধরনের উপসর্গ দেখা দেয় বিষক্রিয়ার দুই মাস পর।
আপনি কি জানেন এক মাসে কতদূর নখ বড় হয়! এক মাসে নখ বড় হয় ৩.৫ মিলিমিটার।