ধরুন আপনি আর আপনার বন্ধু নৌকায় আছেন। সাথে কিছু ভারী ওজনের জিনিসপত্র আছে। দেখা গেল হঠাৎ ঝড় শুরু হয়েছে ফলে নৌকা ডুবে যাওয়ার অবস্থা তৈরি হচ্ছে। তো এমন সময় আপনি নৌকার ভারী জিনিসপত্র পানিতে ফেলে দিলেন ফলে নৌকা ডুবে যাওয়ার ভয় দূর হলো। কারণ নৌকার ভার কমানোর ফলে নৌকা পানি থেকে কিছুটা উপরে ভেসে উঠেছে। মূলত আপনি যে কাজটা করছেন এটাই হচ্ছে জেটিসন।
জেটিসন বলতে কী বোঝায়?
জেটিসন (Jettison) বলতে পরিত্যাগ করা, পরিহার করা অথবা পণ্য নিক্ষেপণ বোঝানো হয়। অনেক সময় জাহাজকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করতে জেটিসন পদ্ধতি অবলম্বন করা হয়। সুতরাং আমরা বলতে পারি বিপদের সময় ভার কমানোর উদ্দেশ্যে জাহাজ থেকে জিনিসপত্র বা মালপত্র পানিতে ফেলে দেওয়ার পদ্ধতি হচ্ছে জেটিসন।