মোবাইল চার্জ করার সময় বেশিরভাগ চার্জার গুলো ২ এম্পিয়ার বিদ্যুৎ খরচ করে থাকে। ফার্স্ট চার্জার এর ক্ষেত্রে এর চেয়ে কিছুটা বেশি খরচ হয়। কিন্তু যখন আপনি মোবাইল চার্জ করেন না তখন আর বিদ্যুৎ খরচ হয় না। কিন্তু আপনি বলতে পারেন চার্জার সার্কিট বা ইন্ডিকেটর তো বিদ্যুৎ ছাড়া চলে না তাহলে আবার বিদ্যুৎ খরচ হয় না কিভাবে। বিদ্যুৎ খরচ হয় তবে তা খুবই সামান্য। হয়তো মাসে আপনার এক টাকা পরিমাণেরও বিল উঠবে না। সুতরা সুইচ বোর্ডে চার্জার লাগিয়ে রাখলে বিদ্যুৎ অপচয় হয় না বা বিদ্যুৎ খরচ হয় না।