হার্ডডিস্ক হচ্ছে কম্পিউটারের মস্তিষ্ক। হার্ডডিক্সে কম্পিউটারের সকল তথ্য বা ডাটা সংরক্ষণ থাকে যেন তা পরবর্তী সময় পড়া যায় বা দেখা যায়। বলতে পারেন হার্ডডিস্ক কম্পিউটারের এক ধরনের মেমোরি কার্ড। ১৯৫৬ সালে সর্বপ্রথম হার্ডডিস্ক আবিষ্কৃত হয়। হার্ডিসগুলোকে চারটি ভাগে ভাগ করা যায়। যথাঃ
- PATA হার্ড ডিস্ক
- SATA হার্ড ডিস্ক
- SCSI হার্ড ডিস্ক
- SSD হার্ড ডিস্ক