কম্পিউটার ভাইরাস বেশ বিপজ্জনক একটি জিনিস। একবার কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে আপনার কম্পিউটারে বারোটা বেজে যাবে। প্রাণী দেহে যেমন ভাইরাস আক্রমণ করলে বিভিন্ন ভ্যাকসিন নিতে হয় আবার কোনো কোনো ক্ষেত্রে নেওয়ার পরও মারা যায়। তেমনি কম্পিউটারে ভাইরাস আক্রমণ করলে অনেক কাঠ খড় পুড়িয়ে মুক্তি পেতে হয় আবার কোনো কোনো ক্ষেত্রে কম্পিউটার নষ্ট হয়ে যায়। চলুন কম্পিউটারের ১০টি ভাইরাসে নাম জেনে নিই-
মেলিসা (Melissa), আইলাভইউ (ILOVEYOU), দ্য ক্লেজ ভাইরাস (The Klez Virus), কোড রেড ও কোড রেড-২ (Code Red and Code Red II), নিমডা (Nimda), এস কিউ এল স্ল্যামার (SQL Slammer), মাইডুম (MyDoom), স্যাসার ও নেটস্কাই (Sasser & Netsky), স্টর্ম ওয়ার্ম (Storm Worm), ক্রিপ্টোলকার (Cryptolocker)