আলাউদ্দিন আল আজাদ ৬ মে ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন এবং ৩ জুলাই ২০০৯ সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন একজন খ্যাতিমান উপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গবেষক এবং অধ্যাপক। আলাউদ্দিন আল আজাদ ১৯৬৪ সালে বাংলা একাডেমি পুরস্কার এবং ১৯৭৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।
আলাউদ্দিন আল আজাদের রচিত উপন্যাস সমূহ
তেইশ নম্বর তৈলচিত্র, শীতের শেষরাত বসন্তের প্রথম দিন, কর্ণফুলী, ক্ষুধা ও আশা, খসড়া কাগজ, শ্যাম ছায়ার সংবাদ, জ্যোৎস্নার অজানা জীবন, যেখানে দাঁড়িয়ে আছি, স্বাগতম ভালোবাসা, অপর যোদ্ধারা, পুরানা পল্টন, অন্তরীক্ষে বৃক্ষরাজি, প্রিয় প্রিন্স, ক্যাম্পাস, অনূদিত অন্ধকার, স্বপ্নশীলা, কালো জ্যোৎস্নায় চন্দ্রমল্লিকা, বিশৃঙ্খলা।
আলাউদ্দিন আল আজাদের রচিত গল্প
জেগে আছি (প্রথম প্রকাশিত গ্রন্থ), ধানকন্যা, মৃগণাভি, অন্ধকার সিঁড়ি, উজান তরঙ্গে, যখন সৈকত, আমার রক্ত স্বপ্ন আমার।
আলাউদ্দিন আল আজাদের রচিত কবিতা
মানচিত্র, ভোরের নদীর মোহনায় জাগরণ, সূর্য জ্বালার স্বপন, লেলিহান পান্ডুলিপি, স্মৃতিস্তম্ভ।
আলাউদ্দিন আল আজাদের রচিত নাটক
নরকে লাল গোলাপ (মুক্তিযুদ্ধভিত্তিক নাটক), এহুদের মেয়ে, মরোক্কোর জাদুকর, ধন্যবাদ, মায়াবী প্রহর, সংবাদ শেষাংশ।