পাকিস্তান আমলে শেখ মুজিবুর রহমান সহ ৩৫ জন বিশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ১৯৬৮ সালের প্রথম ভাগে রাষ্ট্রদ্রোহের মামলা করে তৎকালীন পাকিস্তান সরকার। আর এই মামলা হচ্ছে আগরতলা ষড়যন্ত্র মামলা। এই মামলায় বলা হয় শেখ মুজিবুর রহমান এবং অন্যরা, ভারতের সাথে মিলে পাকিস্তানের অখণ্ডতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ১৮ জানুয়ারি ১৯৬৮ সালে আগরতলা ষড়যন্ত্র মামলায় শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তবে এর আগে ৬ জানুয়ারি ২৮ জনকে গ্রেফতার করা হয়েছিল।