হ্যা আইএমআই (IMEI) নাম্বার দিয়ে চুরি করা মোবাইল বের করা যায়। প্রতিটি মানুষের আইডি কার্ডে ইউনিক নম্বর থাকে, প্রতিটি গাড়ির ইউনিক নম্বর থাকে তেমনি প্রতিটি মোবাইলের একটি ইউনিক আইএমআই নম্বর থাকে। একটি ফোনে যতগুলো সিম ব্যবহার করা যায় তাকে বলেই এমআই নম্বর থাকে। আপনি যখন আপনার মোবাইলে সিম ব্যবহার শুরু করবেন তখনই একটি আইএমআই নম্বর যুক্ত হবে।
কিন্তু আমাদের পক্ষে চুরি হওয়া মোবাইল বের করা সম্ভব নয় শুধুমাত্র সরকারিভাবে প্রশাসনিক ব্যক্তিরাই চুরি হওয়া মোবাইল বের করতে পারবে। তাই প্রথমে আপনাকে থানায় গিয়ে একটি সাধারণ ডায়রি করতে হবে যে, আপনার মোবাইল চুরি হয়ে গেছে বা হারিয়ে গেছে। আপনার পার্সোনাল ইনফরমেশন সহ আইএমআই নাম্বার সেখানে উল্লেখ করতে হবে। তবে যদি আপনার ফোন অফিসিয়াল হয় তাহলে ঠিক আছে কিন্তু আমি আনঅফিসিয়াল হলে উল্টো আপনি বিপদে পড়ে যেতে পারেন।
এখন কথা হচ্ছে পুলিশ কিভাবে চুরি হওয়া মোবাইল উদ্ধার করবে। আপনার মোবাইল যদি কেউ চালু করে বা নতুন সিম কার্ড যুক্ত করে তাহলে সেটির নোটিফিকেশন বা তথ্যের মাধ্যমে আইনের লোক মোবাইল পুনরুদ্ধার করতে পারবে। সোজা কথা আপনার মোবাইল চালু হওয়া মাত্রই সিম কোম্পানি এবং পুলিশের কাছে নোটিফিকেশন চলে আসবে। তখন পুলিশ সিম কোম্পানি থেকে জানবে যে কোন টাওয়ারের সাথে সিম কানেক্ট হয়েছে তার লোকেশন। আর পুলিশ লোকেশন জানার পরে আপনার মোবাইল সেই ব্যক্তির কাছ থেকে উদ্ধার করে দিতে পারবে। তাছাড়া সিম কেনার সময় জাতীয় পরিচয় পত্র দিয়ে নিবন্ধন করতে হয়। এর ফলে আপনার মোবাইলে কার নামে রেজিস্ট্রেশন করা সিম ইনপুট হয়েছে তা জানতে পারবে পুলিশ। এভাবেই চুরি হওয়া মোবাইল IMEI নাম্বার দিয়ে বের করা যায়।